উদ্দেশ্যহীন ঘোরাঘুরি, উদ্ধার ৫ বালক-বালিকা


রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে ৫ বালক-বালিকা। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দিয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানা এলাকায়। সূত্রের খবর, শুক্রবার রাতে তাহেরপুর থানা এলাকার বাদকুল্লা স্টেশনে সন্দেহজনকভাবে একসঙ্গে পাঁচটি বালক-বালিকা ঘুরে বেড়াচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের তাদের দেখে সন্দেহ হয়। কী কারণে তারা সেখানে ঘুরে বেড়াচ্ছিল এবং তাদের বাড়ি ঠিকানা জিজ্ঞাসাবাদ করতে সন্দেহ হয়। এরপর তাহেরপুর থানার খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। এরপরেই প্রশাসনের পক্ষ থেকে চাইল্ড লাইনের খবর দেওয়া হয়। শনিবার সকালে চাইল্ড লাইনের লোকজন তাহেরপুর থানা থেকে তাদের উদ্ধার করে হোমে নিয়ে যায়। তাদের বয়স আনুমানিক ৯ থেকে ১২ বছরের মধ্যে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, প্রত্যেকের বাড়ি নদিয়ার বিভিন্ন জায়গায়। তবে কী কারণে ওই পাঁচ শিশু একসঙ্গে সেখানে ঘুরে বেড়াচ্ছিল তা এখনও স্পষ্ট জানা যায়নি। তাদের পরিচয় সম্পর্কে তদন্ত শুরু করে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post