![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibENFpDVSb8deT7_KGvJNneYxihuZYNUgDSvoTeF82QeXN_vQ6luAhHMF9iqO9kkhr8P_SpFQCXrSuWRwTlHHe2e2wiR3DVd43ZyYYaikQE_opw-JQcgD6PsWEcG1pQ6_6mKGGiNWOTww/s1600/%25E0%25A6%259F%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A6%25AE%25E0%25A7%258D%25E0%25A6%25AA.png)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাই গুরুতর অসুস্থ অবস্থায় নিউইয়র্কের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে তিনি ঠিক কোন অসুখে ভুগছিলেন সেটা জানা যায়নি বলেই হাসপাতাল থেকে জানানো হয়েছিল। অবশেষে সেই অজানা রোগেই মৃত্যু হল মার্কিন প্রেসিডেন্টের ছোটভাই রবার্ট ট্রাম্পের। শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট সয়ং এই খবর জানিয়েছেন। উল্লেখ্য, শুক্রবারই তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতি জারি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ও কেবল আমার ভাই ছিলেন না, আমার সবচেয়ে ভাল বন্ধু ছিল’। নিউ ইয়র্ক শহরে রিয়েল এস্টেটের ব্যবসা ছিল ৭১ বছর বয়সী রবার্ট ট্রাম্পের। যদিও তিনি খুব সফল ছিলেন সেটা বলা যায়না। তবে তিনি ডোনাল্ড ট্রাম্পের সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছিলেন। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ভাইয়ের সম্পর্ক খুব ভালো। ভাই তার কাছে বিশেষ একজন। কিন্তু করোনা নাকি অন্য কোনও অজানা রোগে তাঁর মৃত্যু হল সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ ব্যাপারে হাসপাতাল বা হোয়াইট হাউস থেকে কিছুই খোলসা করা হয়নি বলেই মার্কিন সংবাদমাধ্যমগুলির দাবি। তবে সূত্রের খবর, প্রেসিডেন্ট ট্রাম্প ভাইয়ের শেষকৃত্যে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন।
—————
Post a Comment
Thank You for your important feedback