বৃদ্ধ বয়সেও ‘রোমিও’ মহেশ ভাট


চলচ্চিত্র জগতে মহেশ ভাট যখন থেকে এসেছেন তখন থেকেই বিভিন্ন অভিনেত্রী ও মহিলা সঙ্গের গল্প তৈরি হয়েছে তাঁকে নিয়ে, অবশ্য গল্প যে স্রেফ গল্প এমন নয়! সত্যিও ছিল বা আছে আজও। ইতিমধ্যে দ্বিতীয়বার বিবাহ করার জন্য তিনি নাকি ধর্ম পরিবর্তন করেছিলেন শোনা যায়। ইদানিং চলচ্চিত্রমহলে সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পরে উঠে এসেছে তার নামও এবং খোদ সুশান্তের বান্ধবী রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ ছবিও পাওয়া যায় সোশাল নেটওয়ার্কে, সম্প্রতি আরও এক রহস্য মৃত্যুর নায়িকা জিয়া খানের সঙ্গে মহেশের ঘনিষ্ঠ ছবি সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়েছে, ২০১৩র ৩ জুন রহস্যজনকভাবে মৃত্যু হয় জিয়া খানের। জানা গিয়েছে, রিয়ার মাত্র ১৬ বছর বয়সেই নাকি ঘনিষ্ট হয় মহেশ ভাটের! এবং ঘনিষ্ঠ এতটাই যে জানা গেছে জিয়া নাকি মহেশকে নাম ধরে ডাকতেন। আজও জিয়ার মৃত্যু রহস্যই থেকে গেছে। কিন্তু সুশান্তের মৃত্যুর পরে মহেশের নাম জড়িয়ে যাওয়ার পরে উঠে আসছে নানা রোমান্টিক ঘটনা!

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post