করোনা টিকা তৈরিতে ভারতের অংশীদারি চায় রাশিয়া


ভারতের সঙ্গে অংশীদারিতে করোনা টিকা স্পুতনিক ভি বানাতে চায় রাশিয়া। রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট বোর্ডের সিইও কিরিল দিমিত্রভ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন, রাশিয়া বিশ্বের প্রথম করোনা টিকা আবিষ্কার করেছে। তাঁর দাবি ছিল, টিকাটি কার্যকর ও তার স্থায়ী প্রভাব রয়েছে। সেটি এখনও তৃতীয় পর্যায়ে ব্যাপকভাবে পরীক্ষিত হয়নি। দিমিত্রভ অনলাইন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, লাতিন আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ রাশিয়ার টিকা নিয়ে আগ্রহ দেখিয়েছে। রাশিয়া ভারতের সঙ্গে অংশীদারি চায়। ভারত টিকা তৈরি করতে সক্ষম। এর ফলে চাহিদা পূরণ করা সম্ভব হবে। তিনি জানান, রাশিয়া সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, সম্ভবত ভারত ও ব্রাজিলে তাদের টিকার পরীক্ষা চালাতে চায়। মোট পাঁচটিরও বেশি দেশে টিকা তৈরির পরিকল্পনা চলছে। রাশিয়ার গামেলিয়া রিসার্চ ইন্সটিটিউটের ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, ২০ হাজারেরও বেশি মানুষ টিকার পরীক্ষায় অংশ নিয়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post