![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPbrO7zpnDHQ3aFvZV_L-C2ymzzElyWTJsrxYdUuNrww6pwRYh1bjxy7zaT1b3sNESDSR6X_VUuKTdN6xMQuFx_YR-lF42HpKPn9UQd7z5nak2ulAe2rz1t51o3vHYg_y0AFC1H4MvcxE/s1600/agh.png)
প্রত্যাশা মতোই নেটিজেনদের বিশেষত সুশান্ত সিং রাজপুত ভক্তদের ব্যাপক রোষের মুখে সড়ক ২-এর ট্রেলার। ইউটিউবে ট্রেলার প্রকাশ পেতেই নেটিজেনদের রোষে পড়ল সেটি। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার যেমন ইউটিউবে লাইকের বিশ্বরেকর্ড গড়েছিল। তেমনই মহেশ ও আলিয়া ভাটের ‘সড়ক-২’ ছবির ট্রেলার ইউটিউবে ডিজলাইকের বিশ্বরেকর্ড গড়ল। উল্লেখ্য আগেই পরিচালক মহেশ ভাটের এই সিনেমা বয়কটের ডাক দিয়েছিলেন নেটিজেনরা। তারই প্রতিফলন দেখা গেল ট্রেলারে। ইউটিউবে ট্রেলার প্রকাশের মাত্র ৬ ঘন্টার মধ্যেই সেটা করে দেখালেন সুশান্ত ভক্তরা। যা ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি ডিজলাইক পাওয়া কোনও ছবির ট্রেলারে পরিণত করলেন তাঁরা।
![](https://s3-ap-south-1.amazonaws.com/ctvn-bucket/uploads/2020/08/13140728/Screen-Shot-2020-08-13-at-2.07.01-PM-300x204.png)
এতদিন ইউটিউবে সবচেয়ে বেশি ডিজলাইক পাওয়া সিনেমার ট্রেলার ছিল হলিউডের ছবি ঘোস্টবাস্টার্স। তাকেই পিছনে ফেলে দিল বলিউডের সড়ক-২। ঘোস্টবাস্টার্স সিনেমার ট্রেলার ডিজলাইক পেয়েছিল ১.১ মিলিয়ন। তাঁকে মাত্র ৬ ঘন্টার মধ্যে ছাপিয়ে সড়ক-২ ডিজলাইক পেল ১.৬ মিলিয়ন। আর এই ট্রেন্ড কোথায় গিয়ে থামবে সেটা নিয়েই চলছে জল্পনা। আপাতত সড়ক ২ ডিজলাইক পেয়েছে ৫.৯ মিলিয়ন। রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভাটের ঘনিষ্ঠতার জেরে শুরু থেকেই ভাট পরিবারের উপর ক্ষুদ্ধ সুশান্ত ভক্তরা। এর সঙ্গে যুক্ত হয়েছে সুশান্তকে নিয়ে আলিয়ার কযেকটি মন্তব্য। তারপরই এই ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে নোপোটিজমের তকমা। ফলে ডিজলাইকের বিশ্বরেকর্ড গড়ে নতুন ইতিহাস তৈরি করাটা আসলে মহেশ-আলিয়াদের কর্মফল বলেই মনে করছেন নেটিজেনরা।
Post a Comment
Thank You for your important feedback