পাক ক্রিকেটার শোয়েব মালিককে ভালোবেসে বিয়ে করেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা তাও দশবছর আগে। সানিয়া কিন্তু পাকমুখী হননি বরং আজও তিনি ভারতীয় প্রতিনিধি। বছর দুয়েক আগে তাদের একটি পুত্র সন্তান হয়, ইজহান। ছোট্ট ইজহান কিন্তু ক্রিকেটপ্রেমী। তার প্লাস্টিকের ব্যাট দিয়ে বল হাঁকড়েই বলে বলে বাউন্ডারি হাঁকাচ্ছে ছোট্ট ইজহান। এটা সিক্সার করতে হবে বলে আদর মায়ের। বর্তমানে ভারত পাকিস্তানের সম্পর্ক খুবই শীতল। ফলে বাজারে গুঞ্জন ভবিষ্যতে খেলোয়াড় হলে সে কোন দেশের প্রতিনিধিত্ব করবে ইজহান? এনিয়ে অবশ্য রাজনৈতিক মহলে ঘাঁটাঘাঁটি নেই তবে সোশাল নেটিজেনরা খোঁচাতে ছাড়ে না। বিতর্কে না গিয়ে সানিয়া ইজানকে নিয়ে বলেছেন “তুমি আমার একটি অংশ।।” তবুও নেটিজেনদের প্রশ্ন, সানিয়ার অংশ কোন দেশের প্রতিনিধিত্ব করবে ভারত না পাকিস্তান?
পাক ক্রিকেটার শোয়েব মালিককে ভালোবেসে বিয়ে করেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা তাও দশবছর আগে। সানিয়া কিন্তু পাকমুখী হননি বরং আজও তিনি ভারতীয় প্রতিনিধি। বছর দুয়েক আগে তাদের একটি পুত্র সন্তান হয়, ইজহান। ছোট্ট ইজহান কিন্তু ক্রিকেটপ্রেমী। তার প্লাস্টিকের ব্যাট দিয়ে বল হাঁকড়েই বলে বলে বাউন্ডারি হাঁকাচ্ছে ছোট্ট ইজহান। এটা সিক্সার করতে হবে বলে আদর মায়ের। বর্তমানে ভারত পাকিস্তানের সম্পর্ক খুবই শীতল। ফলে বাজারে গুঞ্জন ভবিষ্যতে খেলোয়াড় হলে সে কোন দেশের প্রতিনিধিত্ব করবে ইজহান? এনিয়ে অবশ্য রাজনৈতিক মহলে ঘাঁটাঘাঁটি নেই তবে সোশাল নেটিজেনরা খোঁচাতে ছাড়ে না। বিতর্কে না গিয়ে সানিয়া ইজানকে নিয়ে বলেছেন “তুমি আমার একটি অংশ।।” তবুও নেটিজেনদের প্রশ্ন, সানিয়ার অংশ কোন দেশের প্রতিনিধিত্ব করবে ভারত না পাকিস্তান?
Post a Comment
Thank You for your important feedback