এসপ্তাহেই করোনা টিকার দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা

করোনা টিকার দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা চলতি সপ্তাহেই শুরু করছে সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা দেশের ১০টি কেন্দ্রে দেওয়া হবে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন সংক্রমিত ৫৫,০৭৯ জন। মারা গিয়েছেন ৮৭৬ জন। সবমিলিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত ২৭,০২,৭৪৩ জন। মোট মৃত ৫১,৭৯৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মোট সুস্থ হয়েছেন ১৯,৭৭,৭৮০ জন। আইসিএমআর জানিয়েছে, দেশে রবিবার পর্যন্ত মোট ৩ কোটি ৪১ হাজার ৪ শো নমুনা পরীক্ষা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মঙ্গলবার জানিয়েছে, গোটা দেশে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ৭৯ হাজার। করোনায় আক্রান্ত হওয়ার হার এখন ৮.৮১ শতাংশ। মন্ত্রকের দাবি, নমুনা পরীক্ষা দ্রুত বাড়ানোর ফল মিলতে শুরু করেছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post