মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। বলা হয়েছে তাঁর দুদিনের ঢাকা সফর দুদেশের পারস্পরিক সম্পর্ক উন্নত করার লক্ষ্যেই। তাছাড়া, ভারতের সহযোগিতায় যেসব প্রকল্পের কাজ চলছে বাংলাদেশে আলোচনা হয়েছে তা নিয়েই। বিদেশমন্ত্রী স্তরে যৌথ পরামর্শদাতা কমিটির কথাও হয়েছে। বিদেশসচিব হওয়ার আগে হর্ষবর্ধন ঢাকায় ভারতের রাষ্ট্রদূত ছিলেন। করোনা মহামারির পর থেকে হাসিনা কোনও বিদেশি ভিআইপির সঙ্গে দেখা করেননি। সেদিক থেকে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞমহলের ধারণা, এখন চিন বাংলাদেশে তাদের আর্থিক প্রভাব বাড়াতে উঠেপড়ে লেগেছে। মাঝখান থেকে পাকিস্চতানও ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। তারা চেষ্টা করছে কাশ্মীর ইস্যু তুলতে। জানা গিয়েছে, বৈঠকে নিরাপত্তার বিষয় ছাড়াও দুই দেশের মধ্যে সরকারি, বাণিজ্যিক ও মেডিকেল সংক্রান্ত কাজে যাতায়াত চালু করার কথাও হয়েছে। শেখ মুজিবের জন্মশতবর্ষে যৌথ অনুষ্ঠান নিয়েও আলোচনা হয়েছে। গত মাসেই ভারত ১০টি ব্রডগেজ লোকোমোটিভ বাংলাদেশকে দিয়েছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমিন বলেছেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক এক সোনালি অধ্যায়ে রয়েছে।
মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। বলা হয়েছে তাঁর দুদিনের ঢাকা সফর দুদেশের পারস্পরিক সম্পর্ক উন্নত করার লক্ষ্যেই। তাছাড়া, ভারতের সহযোগিতায় যেসব প্রকল্পের কাজ চলছে বাংলাদেশে আলোচনা হয়েছে তা নিয়েই। বিদেশমন্ত্রী স্তরে যৌথ পরামর্শদাতা কমিটির কথাও হয়েছে। বিদেশসচিব হওয়ার আগে হর্ষবর্ধন ঢাকায় ভারতের রাষ্ট্রদূত ছিলেন। করোনা মহামারির পর থেকে হাসিনা কোনও বিদেশি ভিআইপির সঙ্গে দেখা করেননি। সেদিক থেকে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞমহলের ধারণা, এখন চিন বাংলাদেশে তাদের আর্থিক প্রভাব বাড়াতে উঠেপড়ে লেগেছে। মাঝখান থেকে পাকিস্চতানও ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। তারা চেষ্টা করছে কাশ্মীর ইস্যু তুলতে। জানা গিয়েছে, বৈঠকে নিরাপত্তার বিষয় ছাড়াও দুই দেশের মধ্যে সরকারি, বাণিজ্যিক ও মেডিকেল সংক্রান্ত কাজে যাতায়াত চালু করার কথাও হয়েছে। শেখ মুজিবের জন্মশতবর্ষে যৌথ অনুষ্ঠান নিয়েও আলোচনা হয়েছে। গত মাসেই ভারত ১০টি ব্রডগেজ লোকোমোটিভ বাংলাদেশকে দিয়েছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমিন বলেছেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক এক সোনালি অধ্যায়ে রয়েছে।
Post a Comment
Thank You for your important feedback