৪ সেপ্টেম্বর গণতন্ত্র বাঁচানোর দাবিতে বিজেপির ঘেরাও

রাজ্যে গণতন্ত্র বাঁচাতে আন্দোলনে নামছে বিজেপি। মঙ্গলবার দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, আগামী ৪ সেপ্টেম্বর তাঁরা পথে নামছেন। গণতন্ত্র বাঁচাওয়ের ব্যানারে রাজ্যের ৮১টি বিডিও অফিস ঘেরাও করা হবে। খোলাখুলি আন্দোলনে বিজেপি নামবে। আমরা নামবোতাঁর অভিযোগ, এখানে বিরোধীদের আন্দোলন করার সুযোগ নেই। লকডাউনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। বিরোধী কর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে। তাই এর প্রতিবাদ করতেই বিজেপি রাজ্যজুড়ে প্রতিবাদ সংগঠিত করবে। এদিকে, এদিন থেকে দিলীপবাবুর বাড়িতে বসে দলের ১৫০টি বিধানসভা কেন্দ্রওয়ারি পাঁচদিনের সাংগঠনিক বৈঠক। ছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেননও। হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ার জেলা নেতা ও পর্যবেক্ষকরা ছিবেন বৈঠকে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post