সর্বভারতীয় JEE, NEET পরীক্ষা পিছনোর দাবি জানিয়ে এবার সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন দায়ের করা হল ৬টি বিরোধী রাজ্যের পক্ষে। শুক্রবার পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, রাজস্থান, ছত্তিশগড়, পাঞ্জাব ও মহারাষ্ট্রের পক্ষে এই আবেদন জানানো হয়েছে। রাজ্যের পক্ষে মলয় ঘটক, ঝাড়খণ্ডের রামেশ্বর ওরাওঁ, রাজস্থানের রঘু শর্মা, ছত্তিশগড়ের অমরজিৎ ভগত, পাঞ্জাবের মন্ত্রী বলবীর সিং সিন্ধু ও মহারাষ্ট্রের মন্ত্রী উদয় রবীন্দ্র সাওয়ান্ত এই আবেদনের স্বাক্ষরকারী।
তাঁরা ব্যক্তিগতভাবে আবেদন করেছেন। গত ১৭ আগস্ট শীর্ষ আদালত সেপ্টেম্বরেই ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা JEE, NEET নেওয়ার নির্দেশ দিয়েছিল। প্রতিটি রাজ্য থেকে একজন মন্ত্রী আবেদনকারী হয়েছেন। সুপ্রিম কোর্ট বলেছিল, ছাত্রছাত্রীদের জীবন তছনছ করে দেওয়া যায় না। তাদের একটি বছর নষ্ট হয়ে যাবে। বুধবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একটি ভার্চুয়াল বৈঠকে বিরোধী মুখ্যমন্ত্রীরা এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। তাঁদের বক্তব্য, জোর করে রাজ্যের ঘাড়ে দায় চাপিয়ে দিচ্ছে কেন্দ্র।
এই করোনা পরিস্থিতিতে এত পরীক্ষার্থীর থাকা ও যাতায়াতের দায়িত্ব রাজ্যের। ব্যর্থ হলে দায় চাপবে রাজ্যের কাঁধেই। তাঁরা অবস্থার উন্নতি পর্যন্ত পরীক্ষা পিছিয়ে দেওয়ার পক্ষে। এখনও ক্লাস চালু হয়নি কোথাও। JEE হওয়ার কথা ১ থেকে ৬ সেপ্টেম্বর, NEET হবে ১৩ সেপ্টেম্বর।
Post a Comment
Thank You for your important feedback