বেশ কয়েকবছর থেকেই দেখা যাচ্ছে, এরাজ্যে সারা দেশের মতোই কারিগরি শিক্ষার প্রতি আকর্ষণ কমছে। প্রথমত, রাজ্যে কলকারখানা বন্ধ। দ্বিতীয়ত, করোনার জেরে কর্মহীন বহু চাকরিজীবী ইঞ্জিনিয়ার। এবছর সব চাইতে খারাপ অবস্থা বেসরকারি কলেজগুলিতে। ভর্তি একেবারেই নেই। এবার উৎসাহ আরও কম গিয়েছে করোনার জন্য। এত বেশি ফি দিয়ে ছেলেমেয়েকে পড়ানোর পর চাকরির বাজার ধরতে না পারাই এর অন্যতম কারণ। বাম আমসে যত্রতত্র গজিয়ে উঠেছিল বহু বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ।তার অনেকগুলিই এখন বন্ধ হওয়ার মুখে।
বেশ কয়েকবছর থেকেই দেখা যাচ্ছে, এরাজ্যে সারা দেশের মতোই কারিগরি শিক্ষার প্রতি আকর্ষণ কমছে। প্রথমত, রাজ্যে কলকারখানা বন্ধ। দ্বিতীয়ত, করোনার জেরে কর্মহীন বহু চাকরিজীবী ইঞ্জিনিয়ার। এবছর সব চাইতে খারাপ অবস্থা বেসরকারি কলেজগুলিতে। ভর্তি একেবারেই নেই। এবার উৎসাহ আরও কম গিয়েছে করোনার জন্য। এত বেশি ফি দিয়ে ছেলেমেয়েকে পড়ানোর পর চাকরির বাজার ধরতে না পারাই এর অন্যতম কারণ। বাম আমসে যত্রতত্র গজিয়ে উঠেছিল বহু বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ।তার অনেকগুলিই এখন বন্ধ হওয়ার মুখে।
Post a Comment
Thank You for your important feedback