ছাত্র দিবস

 
প্রসূন গুপ্ত
২৮ আগস্ট ছাত্র পরিষদ দিবস। এই দিনটিতেই প্রতিষ্ঠা হয়েছিল বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের। তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি প্রতিবছরই ২৮ আগস্ট পালন করে থাকেন ময়দানের গান্ধিমূর্তির পাদদেশে। এই সমাবেশে প্রতি বছরই প্রধান বক্তা থাকেন আশির দশকের ছাত্রনেত্রী তথা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বছর করোনা আবহে কোনও সভা সমাবেশ করা যাবে না। তাই তৃণমূলের ২১ শে জুলাইয়ের সমাবেশের মতোই ছাত্র পরিষদ দিবসও ভার্চুয়ালি পালন করা হবে। আগামী শুক্রবার অর্থাৎ ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়াল ভাষণ দেবেন তৃণমূল নেত্রী।
যে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের রাজনৈতিক ভিত্তি তৈরি হয় ছাত্র রাজনীতি থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে পশ্চিমবঙ্গের শেষ দুই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই প্রথম জীবনে ছাত্র রাজনীতি করেছেন। ছাত্র রাজনীতি থেকেই আত্মত্যাগ, লড়াই, প্রতিবাদ থেকে রাজনৈতিক শিক্ষা দিয়ে একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতার জন্ম হয়। নব্বই দশকের মধ্যভাগ থেকে বাংলার ছাত্র রাজনীতি হয়ে উঠেছিল ক্ষমতাদখল, মিছিল, স্ট্রাইকের প্রতীক। এর ব্যাতিক্রম হয়নি এখনও। দিকনির্দেশ থেকে মানবসেবায় ঝাঁপিয়ে পড়ার পাঠ আজকের দিনে আছে কি? বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়দের লড়াই, জেলে যাওয়া বা তৎকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ আজ কোথায়? আজ তৈরি জমিতে তরুণ প্রজন্ম অনিল বিশ্বাস থেকে বর্তমান নব্য নেতাদের কাছ থেকে একটাই বিষয় শিখছে সেটা হল ‘ক্ষমতা’।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post