কলকাতার ঐতিহ্যবাহী আশুতোষ কলেজের মেরিট লিস্ট দেখে চক্ষু চড়কগাছ সকলের। মেরিট লিস্টের প্রথমেই জ্বলজ্বল করছে বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম। প্রতি বিষয়ে ১০০-র মধ্যে ১০০ নম্বর পেয়েছেন তিনি। ইংরেজি স্নাতকস্তরে ভর্তির এই মেধাতালিকা ছাত্রছাত্রীদের নজরে আসতেই নিমেষেই তা ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। স্বভাবতই অস্বস্তিতে কলেজ কতৃপক্ষ। যদিও অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে কলেজ কতৃপক্ষ। কিন্তু তাবলে মুচমুচে এই খবর মুহূর্তে ছড়িয়েছে অন্তর্জালের দূনিয়ায়।
@SunnyLeone spotted in BA English merit list of Ashutosh College, Kolkata.@itspcofficial @MamataOfficial @AITCofficial #TMCPFoundationDay pic.twitter.com/LVrMlrPht1— Shani Singh (@Shanirss) August 27, 2020
Post a Comment
Thank You for your important feedback