আইনজীবী প্রশান্তভূষণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ২০০৯ সালের আদালত অবমাননার মামলার শুনানি পিছিয়ে গেল। বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ মঙ্গলবার প্রধান বিচারপতি এস এ বোবদের কাছে মামলাটি শুনানির জন্য অন্য বেঞ্চে পাঠানোর সুপারিশ করেছেন। আগামী ১০ সেপ্টেম্বর নতুন বেঞ্চে মামলাটি শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে। অন্যদিকে, আদালত অবমাননার জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেছেন প্রশান্তভূষণ। তিনি বলেছেন, কোনও প্রতিষ্ঠান নয়, ক্ষমা চাইলে তাঁর বিবেকের কাছে তিনি অবমাননা করবেন।
তাঁর আইনজীবী মামলাটি সংবিধান বেঞ্চে পাঠানোর আর্জি জানিয়েছেন। শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র বলেন, এটি শাস্তির প্রশ্ন নয়, প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। ন্যায়বিচারের আশায় মানুষ আদালতে আসেন। কেউ যখন সেই বিশ্বাসের মূলে আঘাত দেন, তখন সমস্যা তৈরি হয়। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে প্রশান্ত ভূষণের বিরুদ্ধে আদালত অবমাননার দু’টি মামলা রয়েছে। তহেলকায় দেওয়া সাক্ষাৎকারে এক বিচারপতিকে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেছিলেন প্রশান্ত। সেই মন্তব্যের জেরে ২০০৯ সালে প্রথম মামলাটি হয়।
এ ছাড়া, বিচারপতিদের সম্পর্কে তাঁর দু’টি টুইট নিয়ে এবছর দ্বিতীয় মামলাটি হয়েছে। দু’টি ক্ষেত্রেই স্বতঃপ্রণোদিত মামলা করেছে সুপ্রিম কোর্ট। দ্বিতীয় মামলায় গত ১৪ অগস্ট দোষী সাব্যস্ত করা হয়েছে প্রশান্তভূষণকে। ক্ষমা চাইবার জন্য তাঁকে ২৪ আগস্ট পর্যন্ত সময় দিয়েছিল শীর্ষ আদালত। তিনি তা করতে রাজি নন। শাস্তি হলে ৬ মাসের জেল কিংবা ২ হাজার টাকার জরিমানা হতে পারে।
Post a Comment
Thank You for your important feedback