আইপিএলে চেন্নাই সুপার কিংস দলে ফের বড় ধাক্কা। গতকালই জানা গিয়েছিল ধোনির দলের ১৩ জন সদস্য করোনা পজিটিভ হয়েছেন। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন তারকা ক্রিকেটার সুরেশ রায়না। তিনি দুবাই থেকে দেশেও ফিরে এসেছেন বলে জানা যাচ্ছে। চেন্নাই সুপার কিংসও এই খবর স্বীকার করে নিয়েছে। সিএসকে সিইও কেএস বিশ্বনাথন বলেছেন যে, ব্যক্তিগত কারণেই তিনি দেশে ফিরে আসছেন। এবং আইপিএলে পাওয়া যাবে না তাঁকে। এরপরই শুরু হয় জল্পনা। তবে কী করোনা পরিস্থিতির জন্যই দেশে ফিরে এলেন ভারতের বাঁহাতি এই ওপেনার? সূত্রের খবর, করোনা সুরক্ষাবিধি নিয়ে চেন্নাই দলের ওপর অসুন্তুষ্ট রায়না। ফলে অসান্তির কালো ছায়া নেমে আসতে চলেছে চেন্নাই সুপার কিংস দলে। জানা যাচ্ছে একেই করোনার থাবায় নাজেহাল ধোনির দল। এবার সুরেশ রায়নার দেখানো পথে অনেকেই নাম তুলে নিতে পারেন আইপিএল থেকে। এই পরিস্থিতিতে দল নামানোই কঠিন হয়ে দাঁড়ানো হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
Post a Comment
Thank You for your important feedback