সুশান্তের ফ্ল্যাট থেকেই তদন্ত শুরু সিবিআইয়ের


সুশান্ত সিং রাজপুতের বাব্দ্রার বাড়ি থেকেই শুক্রবার তাদের তদন্ত শুরু করছেন সিবিআই গোয়েন্দারা। বৃহস্পতিবারই এসপি নুপুর প্রসাদের নেতৃত্বে সিবিআই টিম মুম্বই পৌঁছেছে। তাদের সঙ্গে আছে ৫ সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল। গত ১৪ জুন তাঁর এই ফ্ল্যাটেই সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। সিবিআই গোয়েন্দারা সেদিনের ঘটনার পুনর্নির্মাণ করবেন। আত্মহত্যার পর বেশ কয়েকটি অসঙ্গতি ধরা পড়েছে। তাঁর বিছানা ও সিলিং ফ্যানের দূরত্ব, সুশান্তের কুর্তার ব্যবহার নিয়েও প্রশ্ন রয়েছে। দেখা হবে সেগুলোও।তাছাড়া, সেদিন যাঁরা সেখানে ছিলেন মুম্বইয়ের সেই পুলিশ অফিসারদেরও তাঁরা জেরা করবেন। মুম্বই পুলিশ ইতিমধ্যেই সুশান্তের যে বন্ধুবান্ধব, বাড়ির লোকজনকে জেরা করেছে। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। তবে উপযুক্ত তথ্যপ্রমাণ ছাডা় সিবিআই কাউকে গ্রেফতার করবে না। কুপার হাসাপাতালের যে ডাক্তাররা সুশান্তের ময়নাতদন্ত করেছিলেন, কথা বলা হবে তাঁদের সঙ্গেও। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখবেন তাঁরা। তদন্তে মোট তিনটি টিম তৈরি করেছে সিবিআই।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post