বিষ খাইয়ে রিয়াই খুন করেছে, বিস্ফোরক দাবি সুশান্তের বাবার


রিয়া চক্রবর্তীই বিষ খাইয়ে তাঁর ছেলেকে মেরে ফেলেছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেব সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণকিশোর সিং। বৃহস্পতিবার তিনি বলেছেন, দীর্ঘদিন ধরেই রিয়া সুশান্তকে বিষ দিচ্ছিলেন। হত্যাকারী সেই। তিনি রিয়াকে গ্রেফতারের দাবি করেছেন সিবিআইয়ের কাছে। তার সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছেন তিনি। ৩৪ বছরের অভিনেতার মৃত্যুরহস্য প্রতিদিনই ঘোরালো হচ্ছে। বুধবার সিবিআই সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে টানা ১৩ ঘণ্টা জেরা করেছে। মঙ্গলবারের পর জেরা করা হয়েছে আরও ২ জনকে। তাঁরা হলেন সুশান্তের রাঁধুনি ও দারোয়ান। বৃহস্পতিবারও তাঁদের জেরার জন্য ডাকা হয়েছে। এরপর ডাকা হবে চলচ্চিত্রনির্মাতা সন্দীপ সিংকেও। সন্দীপ নিজেকে সুশান্তের বন্ধু বলে দাবি করতেন। তার সঙ্গে তদন্তকারী পুলিশ অফিসার ভূষণ বেলনেকারের কথোপকথনের রেকর্ডও সিবিআইয়ের আতশকাঁচের তলায়। তিনিই শ্মশানে কারা থাকবেন তা ঠিক করেছিলেন। অন্যদিকে, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো রিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। তদন্ত চালাচ্ছে ইডি-ও।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post