কাশ্মীরে সংঘর্ষে নিহত জঙ্গির পরিচয় জানা গিয়েছে। সে পাকিস্তানি। লস্করের নেতা। নাম আলি ভাই ওরফে দানিশ। বুধবার কাশ্মীরের কুপওয়ারায় খতম হয়েছিল সে। পুলিশ জানাচ্ছে, আলি ভাই ওপার থেকে আসা জঙ্গিদের এখানে থাকার বন্দোবস্ত করত। স্থানীয় যুবকদেরও দলে টানার কাজ করত। আলি ভাইয়ের সঙ্গে সাজ্জাদ ওরফে হায়দার নামে আরও এক জঙ্গিও খতম হয়। তারা নিরাপত্তাবাহিনীর ওপর একাধিক হামলায় জড়িত। এবছর এপর্যন্ত নিরাপত্তাবাহিনীর হাতে কম করেও ১৫০ জন জঙ্গি খতম হয়েছে। মারা গিয়েছে অন্তত জইশ, লস্করের ২৬ জন জঙ্গি শীর্ষনেতা। গত ৩ বছরে চারজন শীর্ষ কম্যান্ডার কুপওয়া ও বারামুল্লায় নিকেশ হয়েছে।
কাশ্মীরে সংঘর্ষে নিহত জঙ্গির পরিচয় জানা গিয়েছে। সে পাকিস্তানি। লস্করের নেতা। নাম আলি ভাই ওরফে দানিশ। বুধবার কাশ্মীরের কুপওয়ারায় খতম হয়েছিল সে। পুলিশ জানাচ্ছে, আলি ভাই ওপার থেকে আসা জঙ্গিদের এখানে থাকার বন্দোবস্ত করত। স্থানীয় যুবকদেরও দলে টানার কাজ করত। আলি ভাইয়ের সঙ্গে সাজ্জাদ ওরফে হায়দার নামে আরও এক জঙ্গিও খতম হয়। তারা নিরাপত্তাবাহিনীর ওপর একাধিক হামলায় জড়িত। এবছর এপর্যন্ত নিরাপত্তাবাহিনীর হাতে কম করেও ১৫০ জন জঙ্গি খতম হয়েছে। মারা গিয়েছে অন্তত জইশ, লস্করের ২৬ জন জঙ্গি শীর্ষনেতা। গত ৩ বছরে চারজন শীর্ষ কম্যান্ডার কুপওয়া ও বারামুল্লায় নিকেশ হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback