জঙ্গিদের হামলায় প্রাণ হারালেন কাশ্মীর পুলিসের এক স্পোশাল অফিসার। শহিদ
হয়েছেন সিআরপিএপের আরও ২ জওয়ান। বারামুল্লা জেলার ক্রিরি এলাকায় পুলিশ ও
সিআরপির যৌথবাহিনীর ওপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। গোটা এলাকা ঘিরে
তল্লাশি চলছে। অন্যদিকে, পুলওয়ামার তুজাম গ্রামে উদ্ধার হয়েছে প্রচুর
বিস্ফোরক। রবিবার ব্রিজের নীচে ওই বিস্ফোরক রাখা ছিল। পুলিশ মনে করছে, এর
ফলে একটা বড় মাপের নাশকতা এড়ানো গিয়েছে।
Post a Comment
Thank You for your important feedback