নেট দুনিয়ার নয়া চমক ‘হলুদ বিড়াল’

উজ্জ্বল হলুদ রঙের লোমশ বিড়ালকে নিয়েই এখন মেতে রয়েছে নেটিজেনরা। সাধারনত হলুদ রঙা বিড়াল আগে কখনও দেখা যায়নি। এই বিড়ালটির হলুদ রঙের হল কি করে সেটাই সব চেয়ে বেশি চর্চার। থাইল্যান্ড নিবাসী থাম্মাপা সুপামাস যিনি এই পোষ্যের মালিক, তিনি আচমকাই লক্ষ্য করেন তাঁর পোষ্যের শরীরে ছত্রাক সংক্রমণ হয়েছে। সাতপাঁচ ভেবে তিনি হলুদ লাগিয়ে দেন পোষ্যের গোটা শরীরে। কারণ হলুদ অ্যান্টিফাংগাল হিসেবে খুবই কার্যকরী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আশ্চর্যজনকভাবে দুধ সাদা বেড়াল হয়ে যায় সম্পূর্ন হলুদ। দেখে অবাক হয়ে যান সুপামাস। এরপরই তিনি ছবি তুলে সোশাল মিডিয়ায় শেয়ার করে দেন। যা এই মুহূর্তে ভাইরাল।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post