মানবদেহে অক্সফোর্ডের করোনার টিকা কোভিশিল্ডের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা মঙ্গলবার শুরু হল। পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পরীক্ষা চালাবে। পুনের ভারতী বিদ্যাপীঠ মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিশিল্ডের এই টিকা দেওয়া হবে সুস্থ স্বেচ্ছাসেবকদের দেহে। মূলত টিকার কার্যকারিতা ও নিরাপত্তার দিকটি দেখা হবে। দিল্লির এইমস সহ দেশের ১৭টি নির্বাচিত জায়গায় টিকার পরীক্ষা চালানো হবে। মো ১৮ বছরের ওপর ১৬০০ জনকে টিকা দেওয়া হবে।
এদিকে, দেশে একদিনে নতুন করে করোনায় সংক্রমিত ৮৪৮ জন। শনাক্ত হয়েছেন ৬০,৯৭৫ জন। মারা গিয়েছেন কেব্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩১,৬৭,৩৪২ জন। মোট মৃত ৫৮,৩৯০। অন্যদিকে, নমুনা পরীক্ষার গতিও বেড়েছে। তা এখন ৩ কোটি ৫৯ লাখে দাঁড়িয়েছে। ওডিশায় সোমবার মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৮১,৪৭৯ জন। মৃত মোট ৪১৯ জন। তবে উদ্বেগের বিষয়, ওডিশার মালকানগিরিতে পাহাড়ি এলাকার কৈরাপুটে বিপন্ন আদিবাসী সম্প্রদায় বোন্দাদের মধ্যে এবার করোনা ধরা পড়ছে। তাদের চারজন করোনায় আক্রান্ত।
Post a Comment
Thank You for your important feedback