চোরাপথে ভারত থেকে বহু জিনিস পাচার হয়ে যায় বাংলাদেশে। কিন্তু তাবলে বেনারসি শাড়িও সেদেশে পাচার হচ্ছে সেটা আগে জানা যায়নি। লকডাউনের জেরে সীমান্ত বাণিজ্য প্রায় বন্ধ। ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে পোশাক-শাড়িও বাংলাদেশে রফতানি বন্ধ। এই সুযোগে চোরাকারবারীরা বহু সামগ্রী কাঁটাতারের বেড়ার ওপারে পাঠানো শুরু করেছে। বুধবার ভোররাতে এরকমই একটি দলকে ধরে ফেলে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। উত্তর ২৪ পরগনার বনগাঁ কল্যাণী সীমান্তে ইছামতি নদীতে তালপাতার ডিঙি নৌকায় চলছিল পাচার। স্থানীয় মানুষ মারফত খবর পেয়ে দ্রুত সেখানে যায় বিএসএফের টহলরত দল। তাঁরাই হাতেনাতে ধরে ফেলেন পাচারকারীদের। যদিও কয়েকজন পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। তবে ধরা পড়েছে ৯০টি বেনারসি শাড়ি এবং ৪০০ কৌটো পানমশালা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৯ লাখ টাকা। চোরাই শাড়ি ও পানমশলা শুল্ক দফতরের আধিকারিকদের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
চোরাপথে ভারত থেকে বহু জিনিস পাচার হয়ে যায় বাংলাদেশে। কিন্তু তাবলে বেনারসি শাড়িও সেদেশে পাচার হচ্ছে সেটা আগে জানা যায়নি। লকডাউনের জেরে সীমান্ত বাণিজ্য প্রায় বন্ধ। ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে পোশাক-শাড়িও বাংলাদেশে রফতানি বন্ধ। এই সুযোগে চোরাকারবারীরা বহু সামগ্রী কাঁটাতারের বেড়ার ওপারে পাঠানো শুরু করেছে। বুধবার ভোররাতে এরকমই একটি দলকে ধরে ফেলে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। উত্তর ২৪ পরগনার বনগাঁ কল্যাণী সীমান্তে ইছামতি নদীতে তালপাতার ডিঙি নৌকায় চলছিল পাচার। স্থানীয় মানুষ মারফত খবর পেয়ে দ্রুত সেখানে যায় বিএসএফের টহলরত দল। তাঁরাই হাতেনাতে ধরে ফেলেন পাচারকারীদের। যদিও কয়েকজন পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। তবে ধরা পড়েছে ৯০টি বেনারসি শাড়ি এবং ৪০০ কৌটো পানমশালা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৯ লাখ টাকা। চোরাই শাড়ি ও পানমশলা শুল্ক দফতরের আধিকারিকদের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
Post a Comment
Thank You for your important feedback