আস্থা ভোটে জয়ী হলেন অশোক গেহলত। শুক্রবার রাজস্থান বিধানসভায় কংগ্রেস সরকারের তরফে আনা এই আস্থা ভোট হয়। বিতর্কে গেহলত বলেন, বিজেপির চক্রান্ত ব্যর্থ করে কংগ্রেস দেখিয়েছে, তারা এককাট্টা। মধ্যপ্রদেশ, সরকারকে বিজেপি ফেলেছে। সেই একই কায়দায় রাজস্থানেও সরকার ফেলার ছক কষা হয়েছিল। করোনার প্রকোপের মধ্যেই শপথ নিয়েছিলেন সে রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী। দেশে সিবিআই, ইডি, আয়করকে নির্লজ্জভাবে অপব্যবহার করা হচ্ছে। টেলিফোনে আড়ি পাতা হচ্ছে। দেশ জুড়ে দুজন গণতন্ত্র হত্যা করে চলেছেন। বিধানসভায় বিজেপির সদস্যরা হই হট্টগোল করলে স্পিকার সি পি যোশি তাঁদের নিরস্ত করেন। বিতর্কে অংশ নিয়ে শচিন পাইলট বলেন, কংগ্রেস সরকার মজবুত। যআ কিছু বিবাদ নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়া হবে।
আস্থা ভোটে জয়ী হলেন অশোক গেহলত। শুক্রবার রাজস্থান বিধানসভায় কংগ্রেস সরকারের তরফে আনা এই আস্থা ভোট হয়। বিতর্কে গেহলত বলেন, বিজেপির চক্রান্ত ব্যর্থ করে কংগ্রেস দেখিয়েছে, তারা এককাট্টা। মধ্যপ্রদেশ, সরকারকে বিজেপি ফেলেছে। সেই একই কায়দায় রাজস্থানেও সরকার ফেলার ছক কষা হয়েছিল। করোনার প্রকোপের মধ্যেই শপথ নিয়েছিলেন সে রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী। দেশে সিবিআই, ইডি, আয়করকে নির্লজ্জভাবে অপব্যবহার করা হচ্ছে। টেলিফোনে আড়ি পাতা হচ্ছে। দেশ জুড়ে দুজন গণতন্ত্র হত্যা করে চলেছেন। বিধানসভায় বিজেপির সদস্যরা হই হট্টগোল করলে স্পিকার সি পি যোশি তাঁদের নিরস্ত করেন। বিতর্কে অংশ নিয়ে শচিন পাইলট বলেন, কংগ্রেস সরকার মজবুত। যআ কিছু বিবাদ নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়া হবে।
Post a Comment
Thank You for your important feedback