কাজের সূত্রেই আলাপ, তারপর প্রেম। সেই প্রেম যে একেবারে বুন্ধুত্বপূর্ণ ছিল, তার আভাস মিলেছিল মানালির ইনস্টাগ্রাম পোস্টেই। শ্রাবণের শেষ বেলায় সেই প্রেমের পূর্ণতা দান করলেন টলিউডের দুই পরিচিত মুখ। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় বিয়েটা সেরেই ফেললেন অভিনেত্রী মানালি দে। পাত্র পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। লকডাউনেই রেজিষ্ট্রি করে বিয়ে করে নিলেন দুজনে। আর একটি ছবি দিয়ে সোশাল মিডিয়ায় সেটা জানিয়েও দিলেন মানালি। অবশ্য চিরকালীন বাঙালি বধূর বেশে নয়, বরং নিতান্ত সাদামাটা পোশাকেই বিয়ে সারলেন দুজনে। মানালি খোলা চুলেই একটা লাল সালোয়ার পড়েছিলেন। অভিমুন্যও একটি হাল্কা লাল পাঞ্জাবী পড়েছিলেন। খুশিতে ডগমগ মানালি জানিয়ে দিলেন, আপাতত অভির (অভিমুন্য) বাড়িতেই রেজিষ্ট্রি হল। পরে সেলিব্রেশন করা যাবে। তবে আরও জানা গিয়েছে, আগাম পরিকল্পনা ছাড়াই নাকি হঠাতই তাদের সম্পর্ককে আইনত স্বীকৃতি দিয়েছেন এই নব দম্পতি। উল্লেখ্য, ২০১২ সালে ধুমধাম করে গায়ক সপ্তকের সঙ্গে বিয়ে হয়েছিল মানালির। কিন্তু সেই বিয়ে স্থায়ী হয়নি বেশিদিন। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয়। একইভাবে অভিনেত্রী অনিন্দিতা বোসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মানালির সঙ্গে সম্পর্ক তৈরি হয় অভিমন্যুর। এবার দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সাত পাকে বাঁধা পড়ল।
কাজের সূত্রেই আলাপ, তারপর প্রেম। সেই প্রেম যে একেবারে বুন্ধুত্বপূর্ণ ছিল, তার আভাস মিলেছিল মানালির ইনস্টাগ্রাম পোস্টেই। শ্রাবণের শেষ বেলায় সেই প্রেমের পূর্ণতা দান করলেন টলিউডের দুই পরিচিত মুখ। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় বিয়েটা সেরেই ফেললেন অভিনেত্রী মানালি দে। পাত্র পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। লকডাউনেই রেজিষ্ট্রি করে বিয়ে করে নিলেন দুজনে। আর একটি ছবি দিয়ে সোশাল মিডিয়ায় সেটা জানিয়েও দিলেন মানালি। অবশ্য চিরকালীন বাঙালি বধূর বেশে নয়, বরং নিতান্ত সাদামাটা পোশাকেই বিয়ে সারলেন দুজনে। মানালি খোলা চুলেই একটা লাল সালোয়ার পড়েছিলেন। অভিমুন্যও একটি হাল্কা লাল পাঞ্জাবী পড়েছিলেন। খুশিতে ডগমগ মানালি জানিয়ে দিলেন, আপাতত অভির (অভিমুন্য) বাড়িতেই রেজিষ্ট্রি হল। পরে সেলিব্রেশন করা যাবে। তবে আরও জানা গিয়েছে, আগাম পরিকল্পনা ছাড়াই নাকি হঠাতই তাদের সম্পর্ককে আইনত স্বীকৃতি দিয়েছেন এই নব দম্পতি। উল্লেখ্য, ২০১২ সালে ধুমধাম করে গায়ক সপ্তকের সঙ্গে বিয়ে হয়েছিল মানালির। কিন্তু সেই বিয়ে স্থায়ী হয়নি বেশিদিন। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয়। একইভাবে অভিনেত্রী অনিন্দিতা বোসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মানালির সঙ্গে সম্পর্ক তৈরি হয় অভিমন্যুর। এবার দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সাত পাকে বাঁধা পড়ল।
Post a Comment
Thank You for your important feedback