বছর ছয়েক আগের ঘটনা। উত্তর ২৪ পরগণার জগদ্দল থানার কাউগাছি-১ এলাকার এক যুবক নিপু শীল আচমকাই নিখোঁজ হয়ে যায়। এরপর আর পাওয়া যায়নি তাঁকে। এরপর সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু শোরগোল পরল শুক্রবার। ওই যুবকের ভাই আচমকা জগদ্দল থানায় হাজির হয়ে জানায় সে তাঁর নিপুকে খুন করেছে। এরপর দেহটি বাড়িতেই পুতে দিয়েছিলেন। এরপরই ওই ব্যক্তিকে নিয়ে জগদ্দল থানার পুলিশ পৌঁছে যায় কাউগাছি, মাটি খুঁড়ে উদ্ধার হয় নরকঙ্কাল। ঘটনা জানাজানি হতেই ব্যপক চাঞ্চল্য ছড়ায় কাউগাছি এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাউগাছি আদর্শপল্লীর বাসিন্দা শীল পরিবারে তিন ভাইয়ের বাস ছিল। এরপর ২০১৪ সালে নিখোঁজ হয়ে যায় বড়ভাই নিপু শীল। তখন তাঁর বয়স ছিল ২৬ বছর। মেজভাই অপু (২৪) ও ছোটভাই তপু (২২) সম্পত্তির বিবাদের জেরে দাদাকে খুন করে বাড়িতেই পুতে দেয়। এরপর দুইভাই রাজমিস্ত্রির কাজ নিয়ে ভিনরাজ্যে পাড়ি দেয়। এরপর কেটে গিয়েছে ছয় বছর। গতকাল অর্থাৎ শুক্রবার দুইভাই বাড়ি ফেরে। তখনই এলাকাবাসী বড়ভাই নিপুর খোঁজ করেন দুইভাইয়ের কাছে। চাপে পড়েই তাঁরা ভেঙে পড়ে। এরপরই জগদ্দল থানায় গিয়ে নিজেদের কুকীর্তির কথা স্বীকার করে। পুলিশ দুই ভাইকে গ্রেফতার করেছে। আর মাটি খুঁড়ে উদ্ধার হওয়া নরকঙ্কালটির ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
‘দাদাকে খুন করেছি’, ৬ বছর পর থানায় আত্মসমর্পণ দুই ভাইয়ের, উদ্ধার নরকঙ্কাল
byCalcutta News
0
Comments
Post a Comment
Thank You for your important feedback