কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ ২ পুলিশকর্মী


পুলিশ দলের ওপর কাশ্মীরে হামলা চালাল জঙ্গিরা। হামলায় অন্তত ২ জন পুলিশকর্মী শহিদ হয়েছেন। শুক্রবার অনন্তনাগ জেলার নওগামের ঘটনা। গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন, জৈশ এ মহম্মদের জঙ্গিরাই এই হামলার পিছনে। দুই জঙ্গি হামসা চালালে ২ পুলিশকর্মীর মৃত্যু হয়, আহত আরও একজন। জঙ্গিরা আড়াল থেকে গুলি চালাতে শুরু করে। বৃহস্পতিবার অবন্তীপুরায় বসরু গ্রামে জঙ্গিদের একটি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছ নিরাপত্তাবাহিনী। সেখান থেকে এ কে ৪৭ রাইফেল, গ্রেনেড, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। একইভাবে ৭ আগস্ট পুঞ্চের শশিথারেও জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post