রাজ্যে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২ দিনের টানা লকডাউন। চলবে শুক্রবারও। আনলক পর্বে টানা দুদিনের সম্পূর্ণ লকডাউন এই প্রথম। সকাল থেকেই শহরে, জেলায় ফিরেছে লকডাউনের পুরানো ছবিটাই। আগের লকডাউনগুলি সফল হলেও টানা দুদিন তা কতটা বজায় থাকবে তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে, পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৫,৯২২ জন। বুধবার একদিনেই সংক্রমিত বেড়েছে ৩,১৬৯ জন। মোট মৃত দাঁড়িয়েছে ২,৫৮১ জন। বুধবার মারা গিয়েছেন ৫৩ জন। তবে বেড়েছে সুস্থতার হার। হয়েছে ৭৫,৯৭ শতাংশ। মোট সুস্থ হয়েছেন ৯৫,৬৬৩ জন। চলতি মাসে রাজ্যে শেষ লকডাউন হয়েছে ৮ আগস্ট। এদিন ভোর থেকেই কার্যত স্তব্ধ কলকাতা, শহরতলি। উত্তর থেকে দক্ষিণ চলছে নাকা চেকিং, পুলিশি টহলদারি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই ছাড়া হচ্ছে না। দোকানপাট, হাটবাজার সবই বন্ধ। তার ওপর টানা বৃষ্টিতে এমনিতেই রাস্তাঘাট শুনশান। মার্চের শেষ এবং এপ্রিলের তুলনায় সাধারণ নাগরিকদের লকডাউন মানার প্রবণতা তুলনায় বেশি বলে জানা যাচ্ছে।
রাজ্যে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২ দিনের টানা লকডাউন। চলবে শুক্রবারও। আনলক পর্বে টানা দুদিনের সম্পূর্ণ লকডাউন এই প্রথম। সকাল থেকেই শহরে, জেলায় ফিরেছে লকডাউনের পুরানো ছবিটাই। আগের লকডাউনগুলি সফল হলেও টানা দুদিন তা কতটা বজায় থাকবে তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে, পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৫,৯২২ জন। বুধবার একদিনেই সংক্রমিত বেড়েছে ৩,১৬৯ জন। মোট মৃত দাঁড়িয়েছে ২,৫৮১ জন। বুধবার মারা গিয়েছেন ৫৩ জন। তবে বেড়েছে সুস্থতার হার। হয়েছে ৭৫,৯৭ শতাংশ। মোট সুস্থ হয়েছেন ৯৫,৬৬৩ জন। চলতি মাসে রাজ্যে শেষ লকডাউন হয়েছে ৮ আগস্ট। এদিন ভোর থেকেই কার্যত স্তব্ধ কলকাতা, শহরতলি। উত্তর থেকে দক্ষিণ চলছে নাকা চেকিং, পুলিশি টহলদারি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই ছাড়া হচ্ছে না। দোকানপাট, হাটবাজার সবই বন্ধ। তার ওপর টানা বৃষ্টিতে এমনিতেই রাস্তাঘাট শুনশান। মার্চের শেষ এবং এপ্রিলের তুলনায় সাধারণ নাগরিকদের লকডাউন মানার প্রবণতা তুলনায় বেশি বলে জানা যাচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback