আসানসোলের গৌরান্ডি কোলিয়ারিতে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, কয়লা চুরি করতে গিয়ে ধস নামে।আর তাতেই চাপা পড়ে মারা গিয়েছেন দুজন। ঘটনার সূত্রপাত শনিবার সকালে। গৌরান্ডি এলাকার ইসিএল-এর ওই খোলামুখ কয়লা খনিতে অবাধে কয়লা চুরি চলছিল। সেই সময় আচমকা ধস নামে। তাতেই মাটি চাপা পড়েন এক মহিলা সহ দুজন। পরে তাঁদের উদ্ধার করা হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মৃত একজনের নাম পাপ্পু মিদ্যা, অপর মহিলার নাম জানা যায়নি। সিএনের প্রতিনিধি ওই এলাকায় পৌছলে এলাকার মানুষজনের মুখে কুলুপ আটে। কিন্তু ওই কয়লাখনির নিরাপত্তারক্ষী দাবি করেন, প্রতিদিনই চলে অবৈধভাবে কয়লা চুরি এবং তাতেই শনিবার ভোর রাত্রে মৃত্যু হয়েছে দুজনের। তিনি দাবি করেন, স্থানীয় এক প্রভাবশালী তৃণমূল নেতার মদতেই এখানে কয়লা চুরি চলছে রোজ। আসানসোল-দূর্গাপুর এলাকায় বারেবারেই উঠে আসে অবৈধভাবে কয়লা চুরির ঘটনা। এর জেরে প্রায়সই ঘটে দুর্ঘটনা। এরপরেও নিশ্চুপ পুলিশ-প্রশাসন। এবার একসঙ্গে দুজনের মৃত্যু হল অবৈধভাবে কয়লা চুরি করতে গিয়ে। যদিও স্থানীয় প্রশাসনের তরফে ওই দুজনের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। কিন্তু নড়েচড়ে বসেছে ইসিএল কর্তৃপক্ষ। ইসিএলের দাবি, কয়লা চুরি আটকাতে গেলেই অশান্তি ছড়ায় কয়লা মাফিয়ারা। এবার স্থানীয় তৃণমূল নেতাদের নামও জড়িয়ে গেল।
Post a Comment
Thank You for your important feedback