জুভেন্তাসের পর ঘায়েল ম্যাঞ্চেস্টার সিটি, চ্যাম্পিয়ন্স লিগে ‘জায়ান্ট কিলার’ লিয়ঁ


করোনা আবহের মধ্যেই ফাঁকা স্টেডিয়ামে চলছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াই। আর এই আবহেই একের পর এক অঘটন ঘটে চলেছে চ্যাম্পিয়ন্স লিগে। আর এই অঘটনের অন্যতম নায়ক ফরাসি ক্লাব অলিম্পিক লিয়ঁ-র ফুটবলাররা। এর আগে প্রি-কোয়ার্টার ফাইনালে লিয়ঁ হারিয়ে দিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাসকে। এবার কোয়ার্টার ফাইনালে লিয়ঁ হারিয়ে দিল ইংল্যান্ডের বড় ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিকে। লিসবনে এই ম্যাচে তাঁরা পেপ গুয়ার্দিওয়ালার ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিকে সরাসরি ৩-১ গোলে হারিয়ে দিল। ফলে এই নিয়ে দ্বিতীয়বার তাঁরা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছাল। এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে দুটি জার্মান ক্লাব ও দুটি ফরাসি ক্লাব থাকল। একমাত্র বায়ার্ন মিউনিখ ছাড়া বাকি তিন ক্লাবের মধ্যে পিএসজি সামান্য হেভিওয়েট। বাকি লিপজিগ ও লিয়ঁ জায়ান্ট কিলার। ম্যান সিটির বিদায়ের পর এবার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে মাঠে নামবে নেমার-এমব্যাপের পিএসজি জার্মান ক্লাব লিপজিগের বিরুদ্ধে। অন্যসেমিফাইনালে ইউরোপ জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলবে জায়ান্ট কিলার অলিম্পিক লিয়ঁ।

এদিনের ম্যাচে ২৪ মিনিটের মাথায় ম্যাক্সওয়েল কর্নেটের গোলে ১-০ এগিয়ে যায় লিয়ঁ। ৬৯ মিনিটে স্টার্লিংয়ের পাস থেকে গোল করে সিটিকে ১-১ সমতায় ফেরান ডি’ব্রুইন। এরপর ম্যাচের ৭৯ ও ৮৭ মিনিটে সিটির জালে বল জড়িয়ে ম্যাচের স্কোর-লাইন ৩-১ করেন মউসা দেম্বেলে। ফলে পেপ গুয়ার্দিওয়ালার প্রশিক্ষণাধীন ম্যান সিটি এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল। ফুটবল বিশেষজ্ঞদের প্রশ্ন, বায়ার্নের সোনার দৌঁড় কী আদৌ থামাতে পারবে ‘জায়ান্ট কিলার’ লিয়ঁ? সময়ই বলে দেবে এর উত্তর।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post