খেলরত্ন পাচ্ছেন রোহিত, বিনেশ, মনিকা, মারিয়াপ্পন

এবছরের রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন চারজন খেলোয়াড়। ২০১৬ সালের পর আবার চারজনকে সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত করা হল। তাঁরা হলেন তারকা ক্রিকেটার রোহিত শর্মা, মহিলা কুস্তিগির বিনেশ ফোগত, টেবিল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা ও রিও প্যারালিম্পিক্সে স্বর্ণপদকজয়ী হাই জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের ১২ সদস্যের নির্বাচকমণ্ডলী রাজীব গান্ধি খেলরত্নের জন্য তাঁদের বাছাই করেছে। চারবছর আগে একসঙ্গে যে চারজন খেলরত্ন পেয়েছিলেন, তাঁরা হলেন পি ভি সিন্ধু, দীপা কর্মকার, জিতু রাই এবং সাক্ষী মালিক। খেলরত্ন প্রাপক ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم