১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে আনলক-৪ পর্ব। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশিকা জারি করে জানিয়েছে কন্টেনমেন্ট জোনের বাইরে কোনও রাজ্য পূর্ণ লকডাউন ঘোষণা করতে পারবে না। ফলে আগে থেকেই ঘোষণা করা সেপ্টেম্বরের তিনটি লকডাউন আদৌ হবে কিনা সেই নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। সোমবার সেই ধোঁয়াশা কাটল। সোমবার নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, পূর্বঘোষিত দিনগুলিতেই হবে রাজ্যের সার্বিক লকডাউন। অর্থাৎ আগামী ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে লকডাউন হবে।
পাশাপাশি এই মাসেও রাজ্যের স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানিয়েছে নবান্ন। বন্ধ থাকবে সিনেমা হল, সুইমিং পুল ও বিনোদন পার্কও। আনলক চারেও কোনও রাজনৈতিক ও ধর্মীয় জমায়েত হবে না রাজ্যে। আগেই নবান্ন থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল লকডাউন করতে হলে কেন্দ্রের অনুমতি নিতে হবে বলায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তাই আপাতত কেন্দ্রের বিরুদ্ধে গিয়েই তিনি সেপ্টেম্বরে তিনদিন লকডাউনে অনড় থাকলেন। যেহেতু ৭ সেপ্টেম্বর রাজ্যে সার্বিক লকডাউন থাকবে, তাই ৮ তারিখ থেকে মেট্রো চালানোর অনুমতি দিল রাজ্য সরকার। উল্লেখ্য, কেন্দ্রীয় নির্দেশ মতো ৭ তারিখ থেকেই মেট্রো চলাচলের অনুমতি দিয়েছিল কেন্দ্র। রাজ্যের নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত কনটেনমেন্ট জোনেই জারি থাকবে লকডাউন।
Post a Comment
Thank You for your important feedback