মঙ্গল-বুধ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা জারি দক্ষিণবঙ্গে



 দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আগামী মঙ্গল-বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে কলকাতা সহ
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। নতুনভাবে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই আগামী ২৪, ২৫ ও ২৬ আগস্ট ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবারই দক্ষিণবঙ্গের ওপর তৈরি হচ্ছে এক নিম্নচাপ। যার জেরে আগামী তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। এর জেরে কলকাতা সহ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহবিদদের অনুমান এই নিম্নচাপের জেরে মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে ২৪ ঘন্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন তৈরি হওয়া নিম্নচাপটি দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। ফলে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হবে। একইসঙ্গে বৃষ্টি হবে কলকাতা সহ দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি জেলাতেও। তুলনামূলক কম বৃষ্টিপাত চলবে নদিয়া, মুর্শিদাবাদ সহ বীরভূমে। অপরদিকে, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের জেরে নদীগুলির জলস্তর বেড়ে গিয়েছে। এর জেরে বিপদ সংকেত জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের নদীগুলিতে। এরমধ্যেই বাঁকুড়ার কংসাবতী জলাধার থেকে নতুন করে ৫০০০ কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা যাচ্ছে। বৃষ্টির জলে পরিপূর্ণ মুকুটমনিপুরের কংসাবতী জলাধার। আগামী কয়েকদিনও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সেই কথা মাথায় রেখেই ছাড়া হয়েছে জল। ইতিমধ্যে মোট ১০ হাজার কিউসেক জল ছাড়ার কথা জানিয়েছে কংসাবতী জলাধার কর্তৃপক্ষ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post