গুপীবাঘার গর্দান যাবে শুনে গান ধরেছিল “মুন্ডু গেলে খাবোটা কী?” অর্থাৎ ভুতের রাজার বরে নানা মুখরোচক খাওয়াটাই তাদের প্রধান চাহিদা, প্রাণ যাওয়াটা নয়। করোনাকালে আমবাঙালির ঝোঁকও ওইদিকে। তাই লগ্ডউনের আগের দিন পাগলের মতো বাজারে ভিড় করে তারা। অনেকের মুখে মাস্ক পর্যন্ত নেই| মুখ্যমন্ত্রী যতই আবেদন করুন না কেন, শুনছে কে? আজও মাসের শেষ রবিবার বাজারে বাজারে প্রচণ্ড ভিড়| এদিকে সংক্রমণ প্রবলভাবে বাড়ছে। মৃত্যু কমলেও শেষ হয়নি। প্রতিদিনই ৫০ এর বেশি মৃত্যু এ রাজ্যে কিন্তু এতেও ভয়ে নেই বঙ্গবাসীর|
গুপীবাঘার গর্দান যাবে শুনে গান ধরেছিল “মুন্ডু গেলে খাবোটা কী?” অর্থাৎ ভুতের রাজার বরে নানা মুখরোচক খাওয়াটাই তাদের প্রধান চাহিদা, প্রাণ যাওয়াটা নয়। করোনাকালে আমবাঙালির ঝোঁকও ওইদিকে। তাই লগ্ডউনের আগের দিন পাগলের মতো বাজারে ভিড় করে তারা। অনেকের মুখে মাস্ক পর্যন্ত নেই| মুখ্যমন্ত্রী যতই আবেদন করুন না কেন, শুনছে কে? আজও মাসের শেষ রবিবার বাজারে বাজারে প্রচণ্ড ভিড়| এদিকে সংক্রমণ প্রবলভাবে বাড়ছে। মৃত্যু কমলেও শেষ হয়নি। প্রতিদিনই ৫০ এর বেশি মৃত্যু এ রাজ্যে কিন্তু এতেও ভয়ে নেই বঙ্গবাসীর|
Post a Comment
Thank You for your important feedback