স্বামী ঝগড়া করে না, বিচ্ছেদ চান স্ত্রী


স্বামী তাঁর সঙ্গে ঝগড়া করেন না। তাই স্ত্রী বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। বিয়ের মাত্র ১৮ মাসের মাথায় শারিয়া আদালতে বিচ্ছেদের মামলা করা হয়েছে। আবেদনকারিনীর বক্তব্য, স্বামীর অতিরিক্ত ভালোবাসায় তাঁর প্রাণ ওষ্ঠাগত। তাঁর দমবন্ধ হয়ে আসছে। আদালতে তিনি বলেছেন, স্বামী তাঁর ওপর চিৎকার চেঁচামেচি করেন না। কোনও বিষয় নিয়েই তাঁর উপর রাগ করেন না। এমনতী, তাঁর জন্য রান্নাও করেন। ঘরের কাজকর্ম করে দেন। কোনও ভুল হলে তা মাফ করে দেন। কথায় কথায় স্বামী ঘাড় নাড়বে, এমন জীবন তিনি চান না। শারিয়া আদালত স্বাভাবিকভাবেই এই আবেদন তুচ্ছ বলে খারিজ করে দিয়েছে। এমনকী, স্থানীয় পঞ্চায়েতও ওই মহিলার আবেদনে কর্ণপাত করেনি। স্বামীর বক্তব্য, তিনি স্ত্রীকে খুবই ভালোবাসেন। তিনি চান তাকে খুশি রাখতে। আদালত বলেছে, নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নিতে হবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post