১.৫ মিলিয়ন ডলারের মাস্ক!


মাস্ক এখন জীবনের অঙ্গ। করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের মাস্ক মাস্ট। কি মাস্ক ব্যবহার করা যায় তা নিয়ে বিস্তর আলোচনা তর্ক বিতর্কের পর আইসিএমআরের গাইডলাইন অনুযায়ী থ্রি লেয়ারড মাস্কই সবচেয়ে উপযোগী বলা হয়। লাল-নীল হরেক রঙের কাপড়ের মাস্ক থেকে শুরু করে এন নাইন্টি ফাইভ , সার্জিক্যাল মাস্ক দেখেই আমরা অভ্যস্ত। কিন্তু ১৮ ক্যারেট সোনা, ৩৬০০ কালো সাদা হিরে খচিত রয়্যাল মাস্কও হতে পারে ভেবেছেন কখনও। যাতে এন ৯৯ ফিল্টার রয়েছে। এটি তৈরিতে খরচ হয়েছে ১.৫ মিলিয়ন ডলার। জানিয়েছেন ইজরায়েলের ইভেল জুয়েলারি ব্রান্ডের মালিক আইজ্যাক লেভি। বিশ্বের সবচেয়ে দামী মাস্ক এটি। ইউএসের এক ব্যাক্তির জন্য বানান হচ্ছে এটি। এটি সম্পূর্ন তৈরী করে অক্টোবরে তাঁকে দেওয়া হবে। মাস্কটি তৈরি করতে ২৫ জন কাজ করেছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post