বিগ বসের বাড়ির ছবি ফাঁস


টেলিদুনিয়ায় ফের বিনোদনের নয়া চমক নিয়ে আসছে বিগ বস সিজন ১৪। বিগ বস ফ্যানেরা অধীর অপেক্ষায় রয়েছে প্রতিযোগীদের নাম জানার জন্য। কোন কোন সেলিব্রিটিরা এবার অংশগ্রহণ করতে চলেছেন তা সঠিক ভাবে জানা না গেলেও বিগ বস বাড়ির ভেতরের কিছু ছবি ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে সোশাল মিডিয়ায়। বেডরুম, বসার ঘর ছাড়াও বাগানের আশপাশের ছবিও ফাঁস হয়ে গেছে সোশাল মিডিয়ায়। যা ইতিমধ্যেই ভাইরাল। বিগ বসের প্রতিযোগীদের জন্য এবার মল, মিনি থিয়েটার, স্পা, রেস্তোরার ব্যবস্থাও থাকছে বলে খবর। আগামী মাসেই শুরু হতে চলেছে বহুচর্চিত রিয়ালিটি শো বিগ বসের নতুন সিজন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post