বেআইনি তিন কলসেন্টারে হানা, গ্রেফতার ১২

 

শহরের বিভিন্ন এলাকায় বেআইনি কলসেন্টারে হানা দিল পুলিশ। গ্রেফতার হয়েছে তিনজন। দক্ষিণ যাদবপুপর থানার অরবিন্দনগর থেকে ধরা হয় তাদের। তারা হল কাকিনাড়ার জাকির হোসেন, ল্যান্সডাউন প্লেসের রোশন সিং এবং ওয়াটগঞ্জের সাহিল আমেদ। সেখান থেকে দুটি হার্ড ডিস্ক, তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে, বেনেপুকুরের অ্যাক্রে লেন থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হল করেয়ার বেলাল হোসেন, বেনেপুকুরের গৌরব আগরওয়াল ও কলিন স্ট্রিটের তাবিস হোসেন। তাদের কাছ থেকে দুটি হার্ড ডিস্ক, দুটি মনিটর ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে। আবার কসবার নস্করহাট থেকেও গ্রেফতার হয়েছে ৬ জন। তারা হল রসা রোডের অর্ঘ্য সাহা, ম্যাকলয়েড স্ট্রিটের ওয়াসিম উদ্দিন, এলিয়ট রোডের আবদুল হাবিব, মানিকতলার অর্ণব ঘোষ, ঝাউতলা রোডের সরফরাজ আলম এবং রিপন স্ট্রিটের ইব্রাহিম খান। তাদের কাছ থেকে দুটি হার্ড ডিস্ক, দুটি ল্যাপটপ, ৬টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post