এবারের JEE (Main) পরীক্ষা দিতে পারলেন না এক চতুর্থাংশ পরীক্ষার্থী। অনুপস্থিতি ২৬ শতাংশ। ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর এই পরীক্ষা হয়েছে। গত জানুয়ারিতে পরীক্ষার্থীর মধ্যে ৯৪.৩২ শতাংশ উপস্থিত ছিলেন। এবার তা কমে হয়েছে ৭৪ শতাংশ। করোনা প্রথম দিনে মাত্রই ৫১ শতাংশ পরীক্ষা দিলেও পরে উপস্থিতি বেড়েছে। পরিস্থিতির মধ্যে চূড়ান্ত বিরোধিতার মুখেও হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকার জাতীয় স্তরের এই পরীক্ষা। শিক্ষামন্ত্রকের টুইটারে জানানো হয়েছে, ৮ লাখ ৫৮ হাজার পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় বসেছেন ৬ লাখ ৩৫ হাজার। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তথ্য অনুসারে, ২০১৯ সালের জানুয়ারিতে উপস্থিতি ছিল ৯৪.১১ শতাংশ। গত এপ্রিলে ৯৪.১৫ আর এবারের জানুয়ারিতে তা ছিল ৯৪.৩২ শতাংশ। গতবছর থেকে এই পরীক্ষা নেওয়া হচ্ছে দুই দফায়। করোনার লকডাউন পরিস্থিতির জন্য ৬টি রাজ্যের তরফে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। এর আগে দুবার পিছিয়ে দেওয়া হয়েছিল এই প্রবেশিকা পরীক্ষা। এবার কোনও আপত্তিতে কান না দিয়ে পরীক্ষা করাতে বদ্ধপরিকর ছিল। পরীক্ষার পক্ষে সায় দিয়েছিল শীর্ষ আদালতও।
Post a Comment
Thank You for your important feedback