গত পাঁচবছরে ব্যাঙ্ক জালিয়াতি করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে ৩৮ জন। তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে। সোমবার সংসদে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানান, সিবিআই জানিয়েছে, ব্যাঙ্কের সঙ্গে নানা আর্থিক অপরাধ করে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশ ছেড়ে চলে গিয়েছে সিবিআইয়ের তদন্তের আওতায় থাকা ৩৮ জন। ইন্টারপোলের কাছে ২০ ডবের বিরুদ্ধে রেড কর্নার নোটিশের জন্য আবেদন করেছে ইডি।
১৪ জনকে দেশে ফেরানোর জন্য বিভিন্ন দেশের কাছে অনুরোধও জানানো হয়েছে। তবে তাদের আর্থিক অপরাধ কত টাকার তা জানানো হয়নি। ইডি আগে জানিয়েছিল, দেশ ছেড়ে পালিয়েছে ২৭ জন। তা বেড়ে এখন ৩৮। এদের মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০ কোটি টাকা হাতিয়ে পালিয়ে যাওয়া সানি কালরা এবং ব্যাঙ্ক থেকে জালিয়াতি করে ৪০ কোটি টাকা সরিয়ে পালানো বিনয় মিত্তলকে ফেরানো সম্ভব হয়েছে। অন্যদের এখনও ফেরানো যায়নি। এই পলাতক জালিয়াতদের মধ্য়ে রয়েছে বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসিরাও। এছাড়া, ৪১৪ কোটি টাকার জালিয়াতিতে অভিযুক্ত রামদেব ইন্টারন্যাশনালের দুই ডিরেকটর ও ৩৫০ কোটি হাতানো পাঞ্জাব বাসমতী রাইসের ডিরেকটর মনজিত সিং মাখানিও রয়েছে।
Post a Comment
Thank You for your important feedback