মুর্শিদাবাদের পর শান্তিনিকেতনেও জঙ্গিঘাঁটি? অস্ত্রসহ গ্রেফতার ৪ বাংলাদেশি

 

মুর্শিদাবাদ থেকে আল-কায়দা যোগে ৬ জনকে গ্রেফতার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এবার পাশের জেলা বীরভূমেও মিলল জঙ্গি ডেরার হদিশ। শান্তিনিকেতন থেকে ৪ বাংলাদেশি সহ ৬ জনকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ। শান্তিনিকেতন থানা এলাকার তালতোড় গ্রামের এক বাড়ি থেকে অস্ত্র-সহ গ্রেপ্তার করা হয়েছে এই ছয়জনকে। সোমবারই তাঁদের বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রের খবর, এই জেলায় বড়সড় জঙ্গিঘাঁটির হদিশ মিলতে পারে এদের জেরা করে। জানা যাচ্ছে, মুর্শিদাবাদের ঘটনার পরই আশেপাশের জেলাগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছিল নবান্ন। ফলে পুলিশ বাড়তি নজরদারি শুরু করে। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়েই শান্তিনিকেতনের তালজোড় গ্রামে হানা দেয় পুলিশ। রাতের অন্ধকারে সেখানেই একটি বাড়ি ঘিরে ফেলে বীরভূম পুলিশের বিশাল বাহিনী। ওই বাড়িতেই লুকিয়ে ছিল ৬ জন। যাদের মধ্যে ৪ জনই বাংলাদেশি। 

ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। নাইন এমএম পিস্তল ও বোমা তৈরির মশলা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই বাড়িটি কয়েকমাস আগে ভাড়া নিয়েছিল ৪ জন বাংলাদেশি। যার বাড়ি তিনি এখানে থাকেন না। ফলে কে বা কারা বাড়িটি ভাড়া নেয় সেটা জানতে পারেনি এলাকাবাসী। রবিবার রাতে পুলিশি অভিযানের পরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই চার বাংলাদেশি যুবক এলাকার যুবকদের অস্ত্র ও বোমা তৈরির প্রশিক্ষণ দিত। তবে তাঁদের কোনও নাশকতার ছক ছিল কিনা বা তাঁরা কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে কিনা সেটা জানতে জেরা করা হচ্ছে। উল্লেখ্য, বীরভূমের খাগড়াগড়ে বড়সড় জঙ্গিঘাঁটিতে বিস্ফোরণ হয়েছিল বছর কয়েক আগে। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবার মুর্শিদাবাদেও খোঁজ মিলেছে আল-কায়দা জঙ্গিদের। ফলে সতর্ক রাজ্যের পুলিশ-প্রশাসন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post