সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঘুরে গেল ভাগ্যের চাকা। দক্ষিণ ২৪ পরগণার সাগরের চকফুলডুবি গ্রামের এক মৎসজীবীর জালে উঠল ৫২ কেজির ভেটকি মাছ। নিলামে যার দাম উঠল ৩ লাখ ৩৩ হাজার ২০০ টাকা। পুস্প কর নামে এক বৃদ্ধা সোমবার সকালে সমুদ্রের পারে মীন ধরতে জাল পেতেছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেন এক তাঁর জালে এক বিশালাকায় মাছ ধরা পড়েছে। এরপর ওই বৃদ্ধা অন্য মৎসজীবীদের সাহায্যে টেনে তোলেন মাছটিকে। জানা গিয়েছে এটি বিশেষ প্রজাতির খোড়োর ভেটকি মাছ। মৎসজীবীদের অনুমান, কোনও জাহাজের ধাক্কায় মাছটি আহত হয়ে পারের দিকে ভেসে আসে। বৃদ্ধার জালে মাছটি ওঠার পর তিনি মাছটিকে বাড়ি নিয়ে আসেন। এরপর স্থানীয় মাছ বাজারে মাছটির দাম ওঠে ৬২০০ টাকা প্রতি কেজি। ফলে টালির চালে দরমার বেড়ার এক চিলতে ঘরের বাসিন্দা পুস্প কর নামে ওই বৃদ্ধা রাতারাতি লাখপতি হয়ে যান বিশালাকায় মাছটির সৌজন্যে। ফলে স্বভাবতই খুশি বৃদ্ধা। আর স্থানীয় বাজারে মাছটিকে দেখতে ভিড় জমান বহু মানুষ।
Post a Comment
Thank You for your important feedback