গুরুকে সম্মান জানাতে একটা আস্ত রেঞ্জ রোভার গাড়ি। দাম ৭৩ লাখ ৩০ হাজার টাকা। নিজের ব্যক্তিগত জিম ট্রেনার লক্ষ্মণ রেড্ডিকে উপহার দিলেন বাহুবলী প্রভাস। লক্ষ্ণণ নিজে বডিবিল্ডার ছিলেন। তিনি ২০১০ সালের মিস্টার ওয়ার্ল্ড খেতাবজয়ী। নিজের কর্মীকে এত দামি উপহার দেওয়া তিনিই প্রথম বলিউড স্টার। ভারতে স্থানীয়ভাবে তৈরি জাগুয়ার ল্যান্ড রোভারের শোরুমে দাম শুরু ৭২ লাখ ৪৭ হাজার টাকা। এছাড়াও, প্রভাস কাজিপল্লি রিজার্ভ ফরেস্টে ১৬৫০ একর জমি কিনে গ্রিন ইন্ডিয়ান চ্যালেঞ্জও আরম্ভ করেছেন। সেখানে তেলেঙ্গানা সরকারের সহযোগিতায় হবে শহুরে ইকো পার্ক। সেজন্য তিনি ২ কোটি টাকাও দিয়েছেন
Post a Comment
Thank You for your important feedback