কলকাতার পর এবার উত্তরপাড়া। ফের আইপিএল বেটিং চক্রের পর্দাফাঁস। আইপিএল শুরু হতেই বেটিংয়ের রমরমা কারবার শুরু হয়েছে। সোমাবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ হানা দেয় কোন্নগরের ধর্মডাঙা এলাকার একটি বাড়িতে। সেখানেই মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে কে জিতবে সেটা নিয়ে চলছিল বেটিং। ফলে পুলিশের হাতে ধরা পড়ে যায় ৮ জন। তারাই বেটিং চক্র চালাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ১ লাখ ২৫ হাজার টাকা, ১২টি মোবাইল ফোন এবং কয়েকটি ল্যাপটপ। ধৃতদের নাম, অমিত গুপ্তা, আনন্দ কাশ্যপ, সৌরভ সিংহরায়, মনোরঞ্জন সিং, মোহিত শর্মা এবং রাজু যাদব। তাঁদের আজ শ্রীরামপুর আদালতে তোলা হয়। এই চক্রের পিছনে আরও কেউ আছে কিনা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback