করোনা কালে সব হারিয়ে জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের সহকারী পরিচালক রামবিকাশ গৌর এখন সবজি বিক্রি করছেন । এই খবর ইতিমধ্যে সব জায়গায় সাড়া ফেলে দিয়েছে। ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক বালিকা বধূ। এই মেগা ধারাবাহিকটি একসময় সকলের মন জিতে নিয়েছিল। এই ধারাবাহিকটি পরিচালনা করে বিশেষ পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে অনেকেই জানতেন না রামবিকাশ এখন আজমগড় বাজারে সবজি বিক্রি করে সংসার চালান। ঠৈলা গাড়ি করে জায়গায় জায়গায় বেচছেন আলু , পটল, টমেটো, লাউ, কুমড়ো। এই খবর চাউর হওয়ার পরই তাঁকং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন বালিকা বধূ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা অনুপ সোনি। যিনি এই ধারাবাহিকে খুব শক্তিশালী একটি চরিত্রে অভিনয় করেছিলেন। রামবিকাশের এই অবস্থা জানতে পেরে তিনি হতবাক জানিয়েছেন এই অভিনেতা। এটা খুব দু:খের, বালিকা বধূর টিম এটি জানার পরই তাঁর সঙ্গে যোগাযোগ করছে, টুইটে জানিয়েছেন অনুপ সোনি।
Post a Comment
Thank You for your important feedback