পেট্রোল প্রশ্নে মালা ধর্মেন্দ্র


প্রসূন গুপ্ত

না ৬০ দশকের সিনেমার গল্প নয়, পেট্রোলিয়াম সামগ্রীর ভবিষ্যৎ নিয়ে লোকসভার আলোচনা। সম্প্রতি পেট্রোলিয়াম সামগ্রীর মূল্যবৃদ্ধি হয়েছে, BPLতালিকায় থাকা মানুষের গ্যাসের ভর্তুকি মূল্য ওঠানামা করেছে, শনিবার তাই নিয়েই লোকসভায় আলোচনা হয়েছে। CN ওয়েব পোর্টালকে এক সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ মালা রায় জানালেন, সারা বিশ্বে যখন তেলের দাম কমছে তখন ভারতে এ পরিমাণ মূল্যবৃদ্ধি কেন ? তিনি লোকসভায় প্রশ্ন করেছেন, করোনা আবহে পেট্রোলিয়াম সামগ্রীর মূল্য এভাবে বেড়ে যাওয়ায় তার প্রভাব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর পড়ছে| মানুষের অর্থ সঙ্কট চলেছে সেখানে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত পেট্রোলিয়ামকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিলে গরিব মানুষ গ্যাস কিনবেন কী করে?

তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, এখনও ভর্তুকি তুলে দেওয়া হয়নি।প্রশ্নের উত্তরে খুশি না হয়ে ফের একই প্রশ্ন তোলেন মালা রায়। এবারে অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, গ্রাহকদের কথা মাথায় রেখেই আর্থিক দরপত্র জমা নেওয়া হবে। গরিব মানুষ যাতে ভর্তুকি পান সেদিকে নজর দেবে সরকার। যদিও এর কোনও তথ্যপ্রমাণ পেশ করেননি অনুরাগ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post