কৃষি বিল নিয়ে যখন আন্দোলন চলছে তখন বামেরা কোথায়, প্রশ্ন তুললেন প্রাক্তন সিপিএম সাংসদ এবং বর্তমানে তৃণমূল সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেশে এখন চরম দক্ষিণপন্থী রাজনীতি চলছে। বামেরা চিরকাল লড়াই করেছে নরমপন্থী কংগ্রেসের বিরুদ্ধে। তাছাড়া নেতা কোথায় দলে, জিজ্ঞাসা তাঁর। CN ওয়েব পোর্টালকে ঋতব্রত জানালেন, হরেকৃষ্ণ কোঙারের মতো নেতা আজ কোথায় যে কৃষি আন্দোলন করবেন? আজ বামেদের মুখ অমল হালদার, নৃপেন চৌধুরী, তুষার ঘোষ। কোটার নেতা, রাজ্যের মানুষ এদের নামও শোনেনি। সারা দেশে এই অবস্থা, লড়বে কী? একদল বাম নেতার স্বপ্ন মমতাকে সরিয়ে বিজেপিকে এনে পরে তাদের সরিয়ে ফের বাম দুর্গ বানাবে পশ্চিমবঙ্গকে। স্বপ্ন জগতে বাস করছে তারা। এরকম একটা কৃষি বিল বেরোনোর পর কলকাতায় একটা মিছিল করে আন্দোলনের মুখ হয়? টিভির খবর হয় মাত্র। উত্তরবঙ্গের দায়িত্বে থাকা ঋতব্রত বললেন, ফালাকাটায় ৭২-এ জিতেছে সিপিএম আর আজ একটা পতাকাও নেই। বাম আজ ইতিহাস।
Post a Comment
Thank You for your important feedback