গ্র্যান্ড স্লাম সিঙ্গলস থেকে এবার সরে যেতে হল সেরেনা উইলিয়ামসকে। বুধবার প্যারিস ওপেনে তাঁর দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে তিনি জানিয়েচেন, তাঁর অ্যাকিলিস টেন্ডনে চোটের জন্যই আর খেলতে পারবেন না। ফরাসি ওপেনের আগে রোমে একটি টুর্নামেন্টে খেলতে নেমে আঘাত পান। সেরেনা নিজেই জানিয়েছিলেন, তাঁর হাঁতে কষ্ট হচ্ছে। অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ লাগবে তাঁর সুস্থ হতে। সম্ভবত এমাসের গোড়ায় আমেরিকান ওপেনে সেমিফাইনাল ম্যাচে ভিক্টোরিয়া আজারেঙ্কার সঙ্গে খেলার সময় তিনি টেন্ডনে ফের চোট পান। সেরেনার রয়েছে ২৩টি বড় টুর্নামেন্ট খেতাব, ফরাসি ওপেনেই তিনটি।
Post a Comment
Thank You for your important feedback