আগামী বছরই বিয়ে হওয়ার কথা ছিল দুজনের। ঘর বাঁধার স্বপ্নে বিভোর ছিলেন এই তরুণ-তরুণী। কিন্তু এক পথ দুর্ঘটনা তাঁদের সব স্বপ্ন নিমেষে শেষ করে দিল। রাজারহাট নিউটাউনের কাছে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এই যুগলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম দীপায়ন মুখোপাধ্যায় ও মেধা পাল। দুজনেই তথ্য-প্রযুক্তি সংস্থার কর্মী। দীপায়নের বাড়ি বরাহনগর ও মেধার বাড়ি বিরাটি। শনিবার রাতে তাঁরা একটি স্কুটি করে সল্টলেকের দিক থেকে চিনারপার্কের দিকে যাওয়ার সময় বিশ্ববাংলা গেটের নীচে দুর্ঘটনার কবলে পড়েন।
তড়িঘড়ি পুলিশ অ্যাম্বুলেন্সে করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের বিশ্ববাংলা গেটের কাছেই তাঁদের স্কুটিতে একটি লরি ধাক্কা মারে। দুজনেই ছিটকে পড়েন রাস্তায়। লরিটি নিয়ে চালক চম্পট দিয়েছে বলেই জানা গিয়েছে। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, তরুণী বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন। লকডাউনের কারণে বর্তমানে সে বাড়িতেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ করছিলেন। শনিবার সন্ধ্যায় দুজনে ঘুরতে বের হয়েছিলেন। খাওয়া-দাওয়া সেরে দুজনে স্কুটি করেই বাড়ির দিকে ফিরছিলেন।
Post a Comment
Thank You for your important feedback