রাখে হরি মারে কে? এই প্রবাদটিই যেন সত্যি হয়ে দাঁড়াল হরিয়ানার ফরিদাবাদের এক ২ বছরের শিশুর কাছে। চলন্ত ট্রেনের ইঞ্জিনের সামনে পড়েও অলৌকিকভাবে প্রাণে বাঁচল ওই শিশু। অভিযোগ, তাঁরই নাবালক দাদা তাঁকে ট্রেনের সামনে ধাক্কা মেরে ফেলে দেয়। যদিও সময়মতো এমারজেন্সি ব্রেক কষে ট্রেনটিকে দাঁড় করাতে পেরেছিলেন দুই লোকো পাইলট। তবুও ইঞ্জিনের কিছুটা অংশ ওই শিশুর ওপর দিয়ে চলে যায়। তবে দুটি ট্র্যাকের মধ্যিখানে পড়ায় আশ্চর্যজনকভাবে শিশুটির শরীরে একটিও আঁচড় লাগেনি।
এই বালকই শিশুটিকে ধাক্কা মারে বলে অভিযোগ
রেল সূত্রে জানা গিয়েছে, দিল্লির কাছেই হরিয়ানার বল্লভগড় স্টেশনের কাছে একটি মালগাড়ির সামনেই শিশুটি পড়ে যায়। দুই লোকো পাইলটের বয়ান অনুযায়ী একটি বছর দশেকের ছেলে ওই শিশুটিকে চলন্ত মালগাড়ির সামনে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সঙ্গে সঙ্গেই চালক ইঞ্জিনের এমারজেন্সী ব্রেক কষেন। আশ্চর্যজনকভাবে শিশুটি বেঁচে যায়। চালকদের তৎপরতায় ওই নাবালক ধরাও পড়ে। জানা যায় সে শিশুটির দাদা। এরপর স্থানীয় মানুষজন ও চালকদের সহায়তায় শিশুটিকে ইঞ্জিনের তলা থেকে উদ্ধার করা হয়। রেল পুলিশের সহায়তায় শিশুটিকে তাঁর মায়ের কোলে তুলে দেওয়া হয়েছে। পুরো ঘটনায় ওই মালগাড়ির দুই চালককে পুরস্কৃত করবে রেল কর্তৃপক্ষ।
Post a Comment
Thank You for your important feedback