ক্যানিংয়ের মাতলা নদীর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধর্ষণ করেই খুন করা হয়েছে ওই তরুণীকে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই তরুণী দ্বাদশ শ্রেণীর ছাত্রী। পরিবারের দাবি, রাতের অন্ধকারে তাঁকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেই খুন করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ২ যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সকালেই দেহ উদ্ধাররে পর পুলিশ এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করে। ওই তরুণীর সম্পর্কে বেশ কিছু তথ্য উঠে আসে। বাসন্তী আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ঢুড়ি গ্রামে বাড়ি ওই তরুণীর। তাঁর বাবা বরজাহান শেখের সঙ্গে প্রতিবেশীদের মধ্যে এক বছর ধরে গন্ডগোল চলছিল বলেও জানতে পেরেছে পুলিশ। দীর্ঘদিন ধরেই এলাকার এক যুবক তাঁকে উত্যক্ত করত বলেও জানতে পেরেছে পুলিশ। পুলিশের অনুমান, পরিকল্পনামাফিক তরুণীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। এরপর প্রমাণ লোপাটের জন্য শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। আটক দুজনকে জেরা করে ঘটনার পর্দাফাঁস করার চেষ্টা করছেন তদন্তকারীরা।
Post a Comment
Thank You for your important feedback